দুর্বিষহ জীবন
জয়শ্রী কর
দুঃখসুখে দিন কেটে যায়
মন বসে না কাজে
বাঁচার রসদ জোগাড় করি
এই প্রকৃতির মাঝে।
অশ্রুবারি ঝরতে থাকে
আড়ালে আবডালে
মাঝে মাঝে ঝড়ঝঞ্ঝা
তুফান তোলে পালে ।
মেঘের ডাকে বক্ষ কাঁপে
আছি বড়ই দুখে
অশান্ত মন, তবুও ফোটাই
মলিন হাসি মুখে।
প্রস্ফুটিত মরশুমি ফুল
এখন রাশি রাশি
ওদের মিষ্টি মধুর হাসি
দেখতে ভালোবাসি।
মৌমাছিরা গুনগুনিয়ে
মধুর লোভে আসে
বিচিত্র এই ভুবন মাঝে
ওরাই থাকে পাশে।
© জয়শ্রী কর