ঝাঁপ দিবি ঠিক এবার জলে তাই উঠেছিস গাছে
খেজুর গাছে খেজুরই নাই কেবল কাঁটা আছে।
ডিগবাজি খা' উল্টোদিকে দারুণ মজা পাবি
সাঁতার কেটে ডাঙায় উঠে আবার গাছে যাবি।
এই গাঁয়েতে ওই বয়সি দস্যি ছেলে যতো
ডুবসাতারে সবাই পটু পেঙ্গুইনের মতো।
জলের তলায় ঝিনুক আছে ডুব দিয়ে আন তুলে
পেটের ভিতর মুক্তা আছে দেখতে পাবি খুলে।