দুখি মায়ের দুখি মেয়ে
জয়শ্রী কর
একটি মেয়ে সবজি বেচে শরীর খুবই শীর্ণ
সকাল থেকে হাড়খাটুনি পোশাক শতচ্ছিন্ন।
বোবা কালা জননী তাঁর হাতছানিতে ডাকে
সারাটা দিন ওর প্রতীক্ষায় একাই ঘরে থাকে।
একটি মেয়ে দুটি বাড়ির ঘরমোছা কাজ করে
দুপুরবেলা ঠোঙা বানায় বসে ঝুপড়ি ঘরে।
মনের দুঃখ গোপন রেখে কাঁদছে সারাবেলা
অন্ধ মাকে নিয়ে জীবন প্রভুর একি খেলা!
একটি মেয়ে বাসন মাজে পড়াশোনার ফাঁকে
খড়ি দিয়ে পথের মাঝে আপন মনে আঁকে।
বৃদ্ধা মা তাঁর শয্যাশায়ী ফোটাতে চায় হাসি
ভাবছে বসে 'মা গো তোমায় কতই ভালবাসি'।