দৌড়
জয়শ্রী কর

ডুবসাঁতারে যেমন পটু তেমনি পটু দৌড়েও
নিয়ম করে সকালবেলা একলা ছুটে স্কুল মাঠে,
ঘন্টাখানেক একনাগাড়ে ঘাম ঝরিয়ে জুড়ায় প্রাণ
ভোরের বাতাস গা'য় লাগিয়ে খুশি মনে পথ হাঁটে।

কোনোটাতেই পিছিয়ে নেই কথক নৃত্যে বেশ দড়
অপরিসীম অধ্যবসায় পৌঁছাবে ও বহুত দূর,
মায়ের কাছে নৃত্য শেখে গুরুর কাছে ক্যারাটে
নিষ্ঠাভরে ছবি আঁকা গানের গলাও নয় বেসুর।

যেই না দেখে মুখখানা ভার মন বসে না ওর পড়ায়
বাবা বলে লক্ষ্মীসোনা কাঁদিস নে আর কর খেলা,
মিষ্টি মেয়ের ডাগর চোখে খুশির ঝরনা যায় ঝরে
পড়বি ঘন্টাখানেক পরে লেখাপড়ায় নয় হেলা।

পরিশ্রমের ফল ফলেছে বিদ্যালয়ের চত্বরে
রং-তুলিতে আঁকতে থাকে  প্রাকৃতিক রূপ, বাঘ-পাখি,
কুহু কুহু কোকিল ডাকে সবুজ পাতার ওই ফাঁকে
দুই বোনেতে নাচতে থাকে যেন গাজন বৈশাখি।

© জয়শ্রী কর