দিনদুপুরে চুরি
জয়শ্রী কর
আজব কান্ড, দিনদুপুরে আমার ঘরে চোর!
কেমন করে ঢুকলো যে ও', বন্ধ ছিল দোর।
টিভি নিয়ে পালায় ছুটে রিমোট পড়ে রয়
কেমন করে চলবে টিভি কর্তামশাই কয়।
দুয়ার খুলে তড়িঘড়ি পিছনে তাঁর ধায়
চোরকে বলে, 'একটু দাঁড়াও' এবার ফিরে চায়।
পড়ে আছে রিমোটখানি ডাকছি তোমায় তাই
চলবে না যে টিভি তোমার এই নিয়ে যাও ভাই।
কর্তাবাবু নাছোড়বান্দা দোহাই তুমি নাও
ঘরে সদা ঝগড়াঝাঁটি শান্তি আমায় দাও।
লজ্জা পেয়ে ফিরিয়ে দিল, 'চাই না টিভি আর'
পৌঁছে দিল নিজেই আবার বড়ই গরজ তাঁর।