* দিনশেষে
জয়শ্রী কর
দিঘির পাড়ে তালের সারি মেঘের বরন লাল
গাছের ছায়া স্বচ্ছ জলে
সূর্য এখন অস্তাচলে
শীতল হাওয়া লাগছে গায়ে সপ্রভ শীতকাল।
আম-জাম-বেল লিচুর মাঝে তালের উচ্চশির
অস্তরাগের সোহাগ পাতায়
শেষ চুমুটা বৃক্ষরা পায়
বঞ্চিত নয় মেঘবালিকা রং মেখে সুস্থির।
আরশিতে মুখ দেখছে তরু তাইতো নিষ্পলক
রবির প্রভায় কী অপরূপ
দেখতে পেল কেমন স্বরূপ
শিহরিত হচ্ছে তনু দেখছে শত বক।
গোধূলিতে রেঙে উঠে দিচ্ছে জলে ডুব
সিনান সেরে নতুন করে
উঠবে আবার স্নিগ্ধ ভোরে
কপালে লাল টিপটি পরে করবে রাঙা পুব।