দিদার সাথে ঠাকুর দেখা
জয়শ্রী কর
কাটলো ক'দিন পাঁশকুড়াতে দাদু-দিদার সাথে
দিদার সাথে থাকুর দেখা শিউলিঝরা প্রাতে।
দেবীর কাছে গেল দিদা বেলপাতা ফুল নিয়ে
নতশিরে প্রণাম জানায় তাঁর চরণে দিয়ে।
নমস্তস্মৈ নমস্তস্মৈ আসছে ভেসে কানে
চুপটি করে দাঁড়িয়ে আমি তাকাই মায়ের পানে।
দেবী দুর্গা রণসাজে যাচ্ছে একাই লড়ে
ছেলে মেয়ে দেখছে শুধু যে যার বাহন চড়ে।
ওরা যদি হাত লাগাতে মা-ও সাহস পেতো
ধনুক নিয়ে তবে কেন দাঁড়িয়ে আছে কেতো?
মনটি আমার ভরে গেছে মায়ের মূর্তি দেখে
করজোড়ে প্রণাম করি পদ্ম পায়ে রেখে।
তৃপ্ত হলো আমার হৃদয় মায়ের প্রসাদ পেয়ে
'সবায় ভালো রেখো মাগো' এটুক নিলাম চেয়ে।
দিদা বলে, 'চল তাহলে এবার ফিরি বাড়ি'
টোটো চড়ে রওনা দিলাম, ছুটল বেগে গাড়ি।