দিদার সাথে মনসামেলায়
জয়শ্রী কর
দিদার সাথে বেরিয়ে পড়ি যাচ্ছি মনসামেলা
পা চালিয়ে চলনা রিনি গড়িয়ে এলো বেলা।
বিহঙ্গেরা ফিরছে কুলায় আঁধার নামছে দেখে
গোঠে ফেরে রাখালছেলে গোধূলির রং মেখে।
আমরা দুজন মেলায় গিয়ে দেখেছি ঘুরে ঘুরে
হরেকরকম খেলনাপাতি ঝুলছে দোকানজুড়ে।
দাওনা কিনে কাচের চুড়ি আংটি রঙিন ফিতা
বলেছিলে সেদিন রাতে নেইকো মনে কি তা?
বামুনঠাকুর করছে পুজো সামনে পূজার ডালি
চলো দিদা ওই ওদিকে দুটো প্রদীপ জ্বালি।
লোকের ভিড়ে ঠেলাঠেলি সখীর সাথে দেখা
কী রে রুমি আর কে আছে, দেখছি কেন একা?
চল দুজনে ফুচকা খাবো সাথে দিদুন আছে
আতশবাজির শব্দে পাখি উঠল জেগে গাছে।
তাড়াতাড়ি ফিরতে হবে বেজেই গেছে ছ'টা
পৌঁছে দেবো দেখনা এখন রঙিন আলোর ছটা।