চল দিদি মেলা যাব মা কে তুই বল
মেলা গিয়ে দেখি শুধু মানুষের ঢল।
পা-পা করে ঘুরে ঘুরে দেখি কত কিছু
হাত ধরে টানে দিদি হাঁটি পিছু পিছু।
মেলা ঘুরে বলে দিদি কী কী নিবি তুই
কী আর কিনব দিদি শুধু আমি ছুঁই।
সাজান অনেককিছু মন বলে নাও
পকেটে পয়সা নেই তবে রেখে দাও।
গেলাম ফুচকা খেতে চুলে পড়ে টান
দিদি বলে টকজল করবি না পান।
গরম জিলিপি দেখে জিভে আসে জল
পিছনে মারল ঠেলা তাড়াতাড়ি চল।
হাঁকছে মশলামুড়ি দিদি বলে আয়
হাতছানি দেয় বাঁশি বিকেল ফুরায়।
গরম পাঁপর ভাজা রূপা দিল কিনে
দিদির ধমক কড়া ও কি তোকে চিনে?
হ্যাঁ রে রোজ দেখা হয় বলে যেই কাটি
হাত থেকে পড়ে গেল কাঁদি, হাত চাটি।
দানাদার দেব চল চেটেপুটে খাবি
সারাপথ চুষে চুষে ঘরে ফিরে যাবি।