ধূপের মতো হৃদয় পোড়ে
জয়শ্রী কর
বলা হয়নি যেসব কথা
জমেই আছে বুকে
বলব যারে কোথায় তিনি
কালিমা তাই মুখে।
ধূপের মতো পোড়ে হৃদয়
নয়ন ভরে জলে
ব্যর্থ প্রয়াস গুমর মরে
এখন পলে পলে।
সোহাগ মাখা ভালোবাসা
যায় না মোটেই ভোলা
বিরহী মন খুঁজে বেড়ায়
অন্তরে দেয় দোলা।
কুলুঙ্গিতে তোলা আছে
প্রেমের পরশ খানি
ঘুমের ঘোরে স্বপ্নে বিভোর
অলির কানাকানি।
খেলার সাথি ছিল যে সে
পাই না কাছে তাঁরে
ক্ষয়ে ক্ষয়ে বিলীন সবই
প্রতীক্ষা আঁধারে।
© জয়শ্রী কর