ধীবর
জয়শ্রী কর
ইলিশ মাছের আশায় ধীবর
ছাড়ল এখন বাড়ি
ট্রলারখানি সাজিয়ে নিয়ে
সাগরে দেয় পাড়ি।
তরঙ্গিত সাগরের জল
বইছে বাতাস বেগে
নামবে কখন বৃষ্টিধারা
ঝিলিক মারে মেঘে।
প্রাণের ঝুঁকি নিয়ে ধীবর
সাগরে জাল ফেলে
মাঝদরিয়ায় ওরা ক'জন
যদি ইলিশ মেলে।
সাগরবুকে রাত্রিযাপন
খুবই কষ্ট তাতে
আমিষভোজী আনন্দ পায়
যখন পড়ে পাতে ।
ধীবর যদি না বেরত
পেত কেমন করে
ইলিশভর্তি ঝাঁকা নিয়ে
কারা আসত চরে?
© জয়শ্রী কর