ঢেউ
জয়শ্রী কর

সাগরের জল উথালপাতাল
গভীর নিম্নচাপ
ঢেউয়ের তোড়ে ধ্বংস হল
শানবাঁধানো ধাপ।

নিষেধাজ্ঞা আছে জারি
নামলে যাবে প্রাণ
এ দুর্যোগে নামা মানেই
মৃত্যুকে আহ্বান।

তুফান তুলে আসে ধেয়ে
কালের রুদ্ররূপ
কাছে যাবার হয়নি সাহস
তাই দূরে নিশ্চুপ।

© জয়শ্রী কর