ধরিত্রী মা
জয়শ্রী কর
বাস করি বহুদূরে ছোটো এক গাঁয়ে
কচিকাঁচা খেলা করে বকুলের ছায়ে।
আম জাম তালগাছ নারিকেল সারি
ঝরে পড়া ফল নিয়ে চলে কাড়াকাড়ি।
কত মাছ খেলা করে পুকুরের জলে
শরতের শেফালিকা লুটায় ভূতলে।
সন্ধ্যাপ্রদীপ জ্বেলে ঘোমটা মাথায়
তুলসীতলায় বধু শঙ্খ বাজায়।
মায়াময় এ পৃথিবী ছেড়ে যেতে হবে
ক্ষণিকের স্মৃতিটুকু রয়ে যাবে ভবে।
বাংলা মায়ের হাসি লেগে থাকে মুখে
দেহখানি মিশে যাবে পৃথিবীর বুকে।