* ##জয়শ্রী কর##
দীপের আলো
ভারতব্যাপী উঠল জ্বলে দীপের আলো
ঘরে ঘরে একই তালে তাল মেলালো।
অসময়ে দীপাবলি
কাঁপল শহর শহরতলি
কেন এমন আলোর স্রোতে গা ভাসালো?
করোনা দূর করছে ঘড়ির কাঁটা দেখে!
টর্চের আলো ফেলছে দেখি ওপর থেকে।
শঙ্খধ্বনি ভেসে আসে
নাচছে ওরা মহোল্লাসে
আতসবাজির আলোয় গেল আকাশ ঢেকে।