##জয়শ্রী কর##
দাদুভাইয়ের জন্মদিন
ও' দাদুভাই পথ চেয়ে রই
আসবি কবে খাওয়াবো খই।
জন্মদিনে কেকটা কাটা
হলো না রে পায়েস ঘাঁটা।
দূরের থেকে পাঠাই আশিস
ধরছি মুখে কেক একপিস।
দূর্বা-ধানে করছি বরণ
এমন দিনে ব্যাকুল এ মন।
দিদির সাথে করবি মজা
খাবি মায়ের তৈরি গজা।
সাজিয়ে দেবে বেলুন ঘরে
বল বাবাকে আদর করে।
দিদিভাইকে করবি প্রণাম
দেখবি দিদি দেবে রে হাম।
মায়ের দেওয়া চন্দনের টিপ
জ্বালবে বাবা মোমবাতি দীপ।
শাঁখ বাজিয়ে করবে বরণ
করবি প্রণাম ছুঁয়ে চরণ।
মাথায় নিয়ে মায়ের আশিস
গুরুজনদের ভালবাসিস।