* ডাল লেকের বুকে
জয়শ্রী কর
যাচ্ছি চড়ে শিকারাতে বরফ গলা জলে
সবুজ বনানীতে ঘেরা, ঘন শ্যাওলা তলে।
শীতের আমেজ ঠান্ডা হাওয়া
মাথার ওপর নীল চাঁদোয়া
মনোরম এই পরিবেশে বইঠা বেয়ে চলে।
নৌকা থেকে পা বাড়িয়ে হাউসবোটে উঠি
এই বাড়িটা ডাঙার মতো পদ্ম আছে ফুটি।
চারটি চিনার ওই অদূরে
দেখছি আমি ঘুরে ঘুরে
এ যেন এক স্বর্গপুরী কাটলো ভালোই ছুটি।