সাইকেল
জয়শ্রী কর

ওরে অলি চললি কোথা বাইসাইকেল চড়ে?
পরিসনে তো মাথায় টুপি রৌদ্র যে চড়বড়ে।
বাইরে গেলেই সাথি সাইকেল নেইকো হাঁটাহাঁটি
মাটিতে পা পড়ে না তোর পড়লে কান্নাকাটি।

কে তোর প্রেমিক বেকার শ্রমিক, নাকি চাকরিজীবী?
চটকদারি সাজগোজ তোর মাতাল করে দিবি।
সাইকেলে কি আসবে সেও বসবি কোথায় গিয়ে?
বকরবকর করেই যাবি ইনিয়ে বিনিয়ে।

যোগাযোগের খাসা বাহন পাখির মতোই ওড়ে
মিলিয়ে যাবি দূরদিগন্তে ধরিত্রী মা'র ক্রোড়ে  ।
তেলের মাশুল গুনতে হয় না পা ঘোরালেই চলে
কেবল একটু বাতাস লাগে রুমুর ঝুমুর মলে।

© জয়শ্রী কর