*             ##জয়শ্রী কর##
                করোনা তুই যা

                                 করোনা যা চলে
   সকাল থেকে হাসছি রবি বসুন্ধরার কোলে।
তোর ভয়ে তো মানুষ এখন নিজের ঘরে জেলে
   যা চলে যা ধরা থেকে যাসনে কিছু ফেলে।

                                কেমন করে এলি
পাসপোর্ট, ভিসা আছে কি তোর, কী করে তা
পেলি?
অনধিকার প্রবেশ দেশে পাসপোর্ট তোর জালি
  বিড়ম্বনা বাড়ালি তুই দু'হাত করে খালি।

                            জীবন নিলি কেড়ে
  মন্বন্তরে যাইনি মরে আসছিল খুব তেড়ে।
পায়নি সেদিন একবাটি ফেন মৃত্যু অনাহারে
ফেন দাও মা, ফেন দাও মা, কান্না দ্বারে দ্বারে।

                          হারিয়ে দেবো তোকে
   বাঁচার রাস্তা জেনে গেছি জীবনযুদ্ধে ঠকে।
    মারন অস্ত্র পেয়ে গেছি জন্মভূমির গাছে
পরাজয় তোর হবেই হবে তবেই জীবন বাঁচে।

                             যাবি রে তুই কবে
    দুর্বিষহ বন্দীজীবন কাটবে দেশের তবে।
    দীর্ঘদিনের লক-ডাউনে জীবন ওষ্ঠাগত
দেশের মানুষ ভাবছে এখন সারবে কবে ক্ষত।

                             ব্যথা জানাই কারে
সবুজ পাতা পড়ছে ঝরে হাওয়ায় বারেবারে।
প্রভাতবেলা উঠবে আবার পলাশ-রাঙা রবি
ঝলমলাবে চোখের মণি আঁকছি তেমন ছবি।