. জয়শ্রী কর
চতুষ্কোণ চার্লাইন
মহানন্দে চতুষ্কোণে লিখছি আমি কবিতা
পাঠক-মনে কাটছে কি দাগ লেখার পরেই ভাবি তা।
তবুও রোজ বীণার তারে সুর তুলে যাই একমনে
নিশি-অবসানে আমায় জাগিয়ে তোলে সবিতা।
বিষয়ভিত্তিক লিখতে হবে মাত্র দুটি চার্লাইন
বিষয় দেখে কলম ধরি সময়সীমা দুইটি দিন।
লেখা হলেই হোয়াটসঅ্যাপে পাঠাই আমি তৎক্ষণাৎ
দিনপনের পরেই প্রকাশ মাদল বাজে ধিকতা-ধিন।