চল তাহলে নীলিমায় হারাই
জয়শ্রী কর
ফাগুন মাসে ফুলকাননে কত কুসুম ফোটে
মৌমাছিরা জোটে।
বাসা ছাড়ার সময় হলে কোকিল কুহু ডাকে
ঘুম ভাঙিয়ে ভোরের ছবি আঁকে।
কৃষ্ণচূড়া আবির মেখে হাসে
তাইনা দেখে প্রেমিক জুটি প্রেমজোয়ারে ভাসে।
শাল্মলিও খেলছে হোলি প্রকৃতি মা'র কোলে
শামিল ওরা দোলে।
কুঞ্জবনে শ্যামের বাঁশি মধুর সুরে বাজে
শুনেই রাধা আসে রঙিন সাজে।
হলুদ শাড়ি খোপায় গোঁজা রাঙা পলাশ ফুল
দুলছে কানে ঝুমকোলতা দুল।
এই ফাগুনে কল্লোলিনী এলো আবির মেখে,
পুলক জাগে তাঁর প্রিয়কে দেখে।
আবির দেবো জায়গা কোথা একটু ফাঁকা নাই
আয় তাহলে নীলিমায় হারাই।
© জয়শ্রী কর