চল চলে যাই পলাশবনে
জয়শ্রী কর
চল চলে যাই পলাশ মহুলবনে
ওদের রঙেই রাঙা হব নির্জনে।
মহুয়াফুলের গন্ধে মাতাল হব
রোমাঞ্চকর একেবারে অভিনব।
প্রকৃতির রূপ তুলবে খুশির ঢেউ
পশুপাখি ছাড়া রইবে না আর কেউ।
কোকিলের কুহু অলির গুঞ্জরন
অন্য কোথাও পাব না এমন বন।