** চিত্তরঞ্জন বেরা- স্মরণে **
জয়শ্রী কর
ও'পথ দিয়ে বেড়াতে যাই আমরা দুজন
প্রভাতবেলা, সন্ধ্যাকালে,
ভেসে ওঠে স্নেহমাখা পুষ্পহাসি
শুভ্র তিলক আজকে ভালে।
তোমার কন্ঠে 'পদ্ম দীঘির ঘাটে ঘাটে'
আজও যেন বাজে কানে,
শ্রান্ত দেহ পড়লো ঢলে ভূমিতলে
মুগ্ধ সে'জন তোমার গানে।
নটভৈরব রাগিনীতে আহ্বান তোমার
ছেড়ে গেলে জীর্ণ দেহ,
কেন এ ছল খুললে না আর পদ্মলোচন
হারিয়ে গেল অপার স্নেহ।
ভালবেসে বেঁধেছিলে মায়াডোরে
কেন ছিঁড়ে চলে গেলে,
শোকসাগরে ভেসে গেল সকল স্বজন
করবে আপন ফিরে এলে।
মুছে গেল জীবনসাথির সিঁথির সিঁদুর
মেঘে ঢাকা প্রভাত রবি,
রুদ্ধ কণ্ঠ, ব্যাকুল হৃদয় তোমারে চায়
ভেসে ওঠে কেবল ছবি।
***