প্রাণ বাঁচাল ইঁদুর
পশুরাজের থাবার চাপে ধুকপুকুনি বুকে
মুক্তি পেয়ে ইদুরছানা গর্তে গেল ঢুকে।
বিপদগ্রস্ত পশুরাজের কান্না হাওয়ায় ভাসে
সাহায্যার্থে সেই মুষিকই দাঁড়ায় গিয়ে পাশে।
----------
চিন্তামুক্ত
ছেলেমেয়ে বাইরে গেলে তাকিয়ে থাকে পথের পানে
ভেবে ভেবে সময় কাটে কখন মা-ডাক আসবে কানে।
চিন্তামুক্ত হয় জননী যখন তাঁরা ফিরে ঘরে
স্বস্তি মেলে সব মায়েরেই চোখে-মুখে সোহাগ ঝরে।
#জয়শ্রী কর