চায়ের আমেজ
জয়শ্রী কর
দিনে তিনবার চা আমার চাই
সকাল-বিকাল-রাতে
আপন খোরাক আপনি মেটাই
বানাই আপন হাতে ।
প্রিয়ম আমার খুব সচেতন
চা-কফির নেশা নাই
উচ্চ মানের সবজি-প্রোটিন
রোজ দুইবেলা চাই।
চায়ের পেয়ালা হাতে দেখলেই
নিষেধের ফরমান
অযথা শরীর নষ্ট করছ
দাও না কথায় কান।
শুনেও শুনি না কানেতে কুলুপ
কেউ বলে উপকারী
কেউবা আবার বলে অপকারী
শুনে হয় কান ভারী।
আমি তো এখন প্রবীণার দলে
যায় না কিছুই কানে
নেশার মতোই খাই প্রতিদিন
খুঁজি জীবনের মানে।
© জয়শ্রী কর