চশমা
জয়শ্রী কর
তিনটে শালিক ঝগড়া করে
দেখি রঙিন চশমাতে
ভূতের নাচন শেওড়া গাছে
চতুর্দশীর জ্যোৎস্নাতে।
সারি সারি পিপীলিকার
প্রবেশ জলের কলশিতে
খালি চোখে যায় না দেখা
কামড় নরম ঠোঁটটিতে।
চশমা বিনা আবছা দেখি
দিনেও এবং আঁধারে
পিছন থেকে আঁচলে টান
ধমকে বলি ছাড়না রে।
খালি চোখে চেনা দুষ্কর
চেনা মানুষ অচেনা
চশমা চোখে দিয়ে দেখি
ও তো আমার সই হেনা।
দিনের আলোয় করল চুরি
কাজের মেয়ে মল্লিকা
চশমা আমার পরাই ছিল
বাজাচ্ছিলাম বল্লিকা।
© জয়শ্রী কর