চড়ুইভাতি
জয়শ্রী কর

শীতের দিনে ঝাউয়ের বনে
চলছে চড়ুইভাতি
কেউ খেলছে কেউ ছুটছে
করছি মাতামাতি।

বাজছে যেন পায়ের নূপুর
চরে ফেনার রাশি
ঢেউয়ের মাথায় পরির নাচন
উছলে পড়ে হাসি।

সাগরবেলায় ঘুরে বেড়ায়
রঙিন কাঁকড়া কত
ওদের নাগাল পাবার জন্য
ছুটছি অবিরত।

আমরা মাতি ভুরিভোজে
মাংস মিষ্টি পেয়ে
ওরা ভয়ে যায় লুকিয়ে
খুব দ্রুততায় ধেয়ে।

খাওয়ার পরে পাতা রাখি
চরেই, গর্ত করে
আমার ক্রিয়াকলাপ দেখে
ভরায় সমাদরে।

© জয়শ্রী কর