চরকা-কাটা বুড়ি
চাঁদের কোলে একলা বসে ঠামির মতো বুড়ি
চরকাতে সে কাটছে সুতো বয়স কোটি-কুড়ি।
খোকা মা কে প্রশ্ন করে ওখানেই ওর বাড়ি,
কেমন করে পৌঁছাব মা যায় কি কোনো গাড়ি?
কোথায় চরকা-কাটা বুড়ি
দেখবি যদি আয় এদিকে চরকা-কাটা বুড়ি
চাইলে সুতো পাঠিয়ে দেবে ওড়াবি তুই ঘুড়ি।
মানুষ চাঁদে পৌঁছে গেছে চড়ে আকাশযানে
বুড়িকে সে পায়নি খুঁজে চাঁদের কোনোখানে।
@জয়শ্রী কর