চরম বর্বরতা
জয়শ্রী কর

মাতৃসম্মান সন্তানেরা মাড়িয়ে গেল চলে
ছিল নাকি কোনো পুলিশ টহলে অঞ্চলে?
চাপাকান্না শহরজুড়ে
লাঞ্ছিত মা মণিপুরে
মেরে ফেলার ভয় দেখিয়ে  পিষল জাঁতাকলে।