চাঁদমামা পথ দেখায়
জয়শ্রী কর
অপরূপ সাজে দেখি আকাশের মাঝে
ঝরে পড়া জ্যোৎস্নায় বিরোহী বিরাজে।
রাতের আকাশ প্রেমের জোয়ারে ভাসে
কুঁড়িদের চুমা দিলে আঁখি মেলে হাসে।
ভুবন ভরায় শশী পূর্ণিমা রাতে
সারারাত কথা বলে প্রকৃতির সাথে।
গাছের পাতায় হাসির ঝরনা ঝরে
অটবিতে লতা খুশিতে নৃত্য করে।
সারা বিশ্বকে আঁচলে আগলে রাখে
জননীর মতো কোলে নিয়ে জেগে থাকে।
দখিনা বাতাসে দিঘিবুকে ওঠে ঢেউ
বিধুমুখী নেচে যায় দেখে কেউ কেউ।
চাঁদের পরশে মন খুঁজে যায় তাঁরে
জানলার ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মারে।
নাই তাঁর মনে লজ্জা শরম ভয়
একলাই জাগে কোথা তুমি মনোময়।
জেলেদের তরি ভাসে সাগরের জলে
ফলবতী হবে আশা যাবে না বিফলে।
নিশীথে নীরবে বাজায় প্রাণের বাঁশি
ভোরের আলোতে নিমেষে মিলায় হাসি।