চল যাই নদীর ধারে
জয়শ্রী কর

চলনা সখী নদীর ধারে
মন বসে না কাজে
আসছে ভেসে পাখির কূজন
শ্যামের বাঁশি বাজে।

নদীর বুকে সাঁতার কাটা
চরের ওপর খেলা
ছেলেবেলায় ঝুরি ধরে
দুলেছি দুইবেলা ।

নদীর জলে গাছের ছায়া
দেখব পরম সুখে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ
বাজবে এসে বুকে।

পাতার আড়ে পক্ষীযুগল
মত্ত প্রমোদ গানে
কুলু কুলু কলধ্বনি
লাগায় দোলা প্রাণে।

সাগরপানে যাচ্ছে ছুটে
আমার প্রিয় নদী
পাখির মতো খুশির ডানায়
ভাসছি নিরবধি।

© জয়শ্রী কর