. জয়শ্রী কর
চাকভাঙা ভিমরুল
পাগলের মতো ওরা করে শুধু বকবক
মরুতে গজাবে ঘাস কাটে শুধু তার ছক।
খায়দায় গান গায় এভাবেই কাটে দিন
বাধা দিলে বলে ওঠে আমরা কি পরাধীন?
দু'কথা শুনিয়ে দিল ভ্যাবাচ্যাকা খেয়ে যাই
কেটে পড়া ছাড়া আর আমার তো পথ নাই।
লাল লাল গোল চোখ চাকভাঙা ভিমরুল
ফোটালেই দফারফা বিষভরা ওই হুল।