চৈত্রের দাবদাহ
জয়শ্রী কর
চৈত্রের দাবদাহে
প্রাণিকুল হাঁসফাঁস
ফুটিফাটা মাঠঘাট
বয় দখিনা বাতাস।
কালো মেঘ সেজে ওঠে
সূর্যকে ঢেকে রাখে
দল বেঁধে মেঘ চলে
মৌমাছি মৌচাকে।
হলুদের কী বাহার
খিলখিল হাসে রাধা
পথেঘাটে আঁকে ছবি
দেয় নাকো কেহ বাধা।
প্রকৃতির এ কী খেলা
ক্ষণে ক্ষণে বদলায়
ঋতুরাজ ভুলে নাকো
ফিরে আসে দরজায়।
বছরের শেষ দিন
গ্রামে গ্রামে বসে মেলা
চড়কের উৎসব
কাটে বেশ সারাবেলা।