চাবি
জয়শ্রী কর
ঘর থেকে বেরোলেই দ্বারে পড়ে চাবি
ঠিকঠাক দিয়েছি তো শতবার ভাবি ।
গচ্ছিত রাখি ব্যাগে দেখি মাঝে মাঝে
বাইরে না গেলে রাখি একটি দেরাজে।
বিশ্বাস রাখি মনে তবু জাগে ভয়
কতকিছু পড়ে থাকে সারা ঘরময়।
শিশুকে যেমন রাখি, রাখি সযতনে
হদিস না পেলে জাগে ভীতি ক্ষণে ক্ষণে।
যদি না থাকতো দেশে চুরি রাহাজানি
জীবন কাটতো সুখে এ যে মা'র বাণী।
একটিও বাড়ি নাই আছে চাবি ছাড়া
সততা হারিয়ে গেছে তাই ভরে কারা।
বাড়িতে বউমা এলে খুশিতে মা মাতে
আঁচলের সব ভার তুলে দেয় হাতে।
সংসারে চাবি নিয়ে হয় টানাটানি
সবাই তো হতে চায় গৃহে রাজরানি।
দায়ভার সঁপে দিয়ে চায় বিশ্রাম
পূজার আসনে বসে জপে হরিনাম।
আর তো কদিন পরে বেজে যাবে বাঁশি
শেষ কটাদিন তাই হবে কাশীবাসী।
© জয়শ্রী কর