প্রত্যাঘাত

সবুজ হলদে হয়ে যায়
প্রত্যাঘাত তখন পায়।
অর্ধচন্দ্র একফালি
অদৃষ্ট দেয় হাততালি।

           ####

বুমেরাং

সময় দাওনি খেলনা দিয়েছ
বঞ্চনা করে সুযোগ নিয়েছ।
এখন প্রবীণ যত্ন চেয়েছ
কাঁড়ি-কাঁড়ি শুধু অর্থ পেয়েছ।

জয়শ্রী কর