বুকভরা ভালোবাসা
জয়শ্রী কর
ভালোবাসা কারে কয় জানি নাকো
কোল পেতে বুকে টেনে কেন ডাকো
যার সাথে এ জীবন সুখময়
যতদিন বাঁচি থাকে পরিচয়।
কড়ি দিয়ে যায় নাকো মন কেনা
আচরণ দেখে যায় লোক চেনা ।
ভালোবাসা পেতে হলে ভালোবাসো
ফল পাবে হাতেনাতে দেখে হাসো।
তারকারা রাত্রিতে দেয় আলো
তবুও তো রয়ে যায় কিছু কালো ।
ছোটো ছোটো গাছে যদি দাও জল
প্রাণবায়ু দেবে ওরা পাবে বল।
ভগ্ন হৃদয়ে কেউ গেলে দূরে
বুকভরা ভালোবাসা দিয়ে জুড়ে।
পথশিশু পায় যদি ভালোবাসা
ব্যথাভরা মনে তার জাগে আশা।
ধরণিতে ভালোবাসা কে না চায়
পশুপাখি বনে থাকে খেতে পায়।
প্রাকৃতিক শোভা দেখি আঁখি মেলে
সারাদিন কাটে কত খেলা খেলে।
বুকভরা ভালোবাসা দিয়ে মা যে
গড়ে তোলে সংসার শত কাজে।
ব্যর্থতা ঝেড়ে কাজ করে যাই
সাফল্য পেলে বড় সুখ পাই।
© জয়শ্রী কর