বৃষ্টিস্নাত দিন
জয়শ্রী কর
ঝিরিঝিরি ঝরে বারি বসে আঙিনায়
স্নান সেরে মৌটুসী ডানা ঝাপটায় ।
মালতি টগর যুথি বেশ হাসিখুশি
ছানা নিয়ে ছুটে আসে ঘরে পোষা পুষি।
বৃষ্টির জল পেয়ে বীজ মুখ তুলে
ওরা যেন প্রাণ পায় আঁখি দুটি খুলে।
চারিদিকে চোখে পড়ে সবুজের মেলা
চাষি মাঠে চাষ করে কেটে যায় বেলা।
আকাশে জমলে মেঘ শিখি পাখা মেলে
মরাল-ডাহুক-বক জলাশয়ে খেলে।
কচিকাঁচা কাগজের নৌকা ভাসায়
জলকাদা গায়ে মেখে বেশ মজা পায় ।
টুংটাং বাজে টিনে অভিনব সুর
চাতক পাখির পেট জলে ভরপুর।
বর্ষায় বেশ লাগে সুর জাগে মনে
প্রজাপতি নেচে নেচে খেলে ফুলবনে।
ঝমঝম বারি ঝরে সবুজের গায়ে
মেঘ রোদ নেমে আসে গুটি গুটি পায়ে।
দূর থেকে মেঘপরি আসে দলে দলে
মাঠ ঘাট ভরে দিয়ে উড়ে যায় চলে।
© জয়শ্রী কর