বৃষ্টির জল উঠোনে
জয়শ্রী কর

বেলাতে আজ উঠেছি
খুশিতে গান ধরেছি
মিলেছে দুদিন ছুটি
করব আজ লুটোপুটি।

কাগজের নৌকা বানাই
দিদিকে সঙ্গে তো চাই
উঠোনে জমেছে জল
ওখানেই ভাসাব চল।

মা কোথায়? রান্নাঘরে
একমনে রান্না করে।
এই ফাঁকে গামছা নিয়ে
মাছ ধরব জলে গিয়ে।

জলেতে যেই নেমেছি
পা পিছলে পড়ে গেছি।
দিদি জোর আঁতকে উঠে
অমনি মা এল ছুটে।

উঠে আয় ওখান থেকে
দিদিকেই বলল ডেকে
চুপ করে দাঁড়িয়ে থাকি
ইশারায় মাকেই ডাকি।

শুধু আজ খেলছি মা গো
অযথা কেন রাগো।
ধমকাবে শুনলে বাবা
বাবা তো খেলছে দাবা।

ঘোড়াটা চালতে গিয়ে
পড়ল চোখ জানলা দিয়ে
দুজনেই স্নান করে আয়
দিল সায় বাবার কথায়।

© জয়শ্রী কর