বৃষ্টির ঘনঘটা
জয়শ্রী কর
মেঘেদের আনাগোনা আকাশের গা'য়
ঝিরিঝিরি ঝরে বারি ভূতল ভিজায়।
গাছপালা গা-জুড়ায় বৃষ্টির জলে
পাতাগুলো মাথা নেড়ে সেই কথা বলে।
দলবেঁধে পাতিহাঁস চরে খাল-বিলে
সাত রং ভেসে ওঠে আকাশের নীলে।
মাঠে মাঠে কচি ঘাস রং বদলায়
পশুপাখি বৃষ্টিতে প্রাণ ফিরে পায়।
সরস মাটিতে বীজে অঙ্কুর হয়
সবুজের বিস্তৃতি সারা মাঠময়।
বর্ষার জমা জলে মাছ খেলা করে
কচিকাঁচা গামছায় ছোটো মাছ ধরে।
দাদুরিও বর্ষায় জমা জল পেয়ে
দলবেঁধে সুর তুলে ওঠে গান গেয়ে।
কদম-কামিনী-বেলি সুরভি ছড়ায়
বউ-কথা-কও ডালে ইতিউতি চায়।
রুপোলি ইলিশ মাছ মোহনায় আসে
কৃষকেরা আনন্দে মাতে ধান চাষে।
বুলবুল শীষ দিয়ে সাথি খুঁজে যায়
টুনটুনি স্নান সেরে বেশ মজা পায়।
সবুজের সমারোহে জুড়ায় পরান
মনোরম শোভা এ যে প্রকৃতির দান।
© জয়শ্রী কর