জয়শ্রী কর
বৃক্ষ মাতা ১
শাখায় শাখায় ডাকে কত পাখি ভেসে আসে কলতান
গাছের নিবিড় ছায়াতে পথিক জুড়ায় শ্রান্ত প্রাণ।
জননীর মতো তরুলতাপাতা মানবজাতির সাথি
বাঁচার রসদ জোগায় বলেই নিভে না জীবনবাতি।
গাছেই জমা প্রাণ ২
প্রাণ বাঁচাবে গাছগাছালি কাটছ কেন ওকে
অক্সিজেনও জোগায় ওরা বোঝে বিশ্বলোকে।
বুঝেও মানুষ অবুঝ কেন ধ্বংস অবিরত
বৃক্ষ বিনে এই পৃথিবী হবে মরুর মতো।