পাশাপাশি টবে বাস থাকে দুজনাতে
গাঁটছড়া বাঁধা হলো পূর্ণিমা রাতে।
বিয়েতে হাজির আজ আট থেকে আশি
রাতভর বেজে চলে সানাই ও বাঁশি।
ডেকে ওঠে পশুপাখি জলে খেলে মাছ
সকলে ওদের দেখে শুরু করে নাচ।
সমীরণে অঞ্চল ওড়ে লতিকার
করবীর মুখে হাসি রাঙা মুখ তাঁর।
চকচকে কচুপাতা ধরে না সে জল
বৃষ্টির ফোঁটা হাসে বড় উচ্ছল।
মাধবী বকুল থেকে ভেসে আসে বাস
পারুল লেগেছে কাজে নেই অবকাশ।
আলোয় ভরিয়ে দিল একা বিধুমুখী
সবার আশিসে ঠিক হবে ওরা সুখী।