* বন্ধু
জয়শ্রী কর
বন্ধুরে তোর দুই নয়নে
উঠালপাতাল ঢেউ
তরাসে তাই যাচ্ছে সরে
আসবে না রে কেউ।
পড়ে যদি ঘূর্ণিপাকে
তলিয়ে যাবার ভয়
অধরে তোর কপট হাসি
দিচ্ছে পরিচয়।
লুকিয়ে আছে অন্তরে তাঁর
প্রেমের সুধারস
ক'জন সেটা বুঝতে পারে
বাঘিনী হয় বশ।
সুললিত কল্পকথায়
মধুর সম্ভাষণ
এটা দেখে যায় না বোঝা
কেমনতরো মন।