বন্দেমাতরম
জয়শ্রী কর
ভারতমাতার পায়ের বেড়ি
ভাঙতে হবে আয় রে ভাই
সেজন্য প্রাণ দিতেও রাজি
মা'র হাসিমুখ দেখতে চাই।
কত কুসুম ঝরল ভুঁয়ে
শূন্য হল মায়ের কোল
ভারতমাতা মুক্ত এখন
উঠেছে ওই কলরোল।
সবাই মিলে কম্বুকণ্ঠে
বল রে বন্দেমাতরম
উড়ছে দেখ খুঁটির ওপর
পতাকা কী অনুপম।
ভারতমাতার স্বাধীনতা
রক্ষা করা সবার দায়
শত্রু হানা রুখে দেব
দাগ যেন না লাগে গা'য়।