বিজয়কেতন
দেশের মাটিতে রয়েছে রক্তছাপ
কান্না থামেনি ব্যথাতুর নর-নারী
শহিদ হয়েছে কয়েক লক্ষ প্রাণ
পাক সেনানীরা ভীষণ অত্যাচারী।
পাকসেনাদের দুর্ব্যবহার দেখে
গর্জে উঠেছে পায়নি আদৌ ভয়
মুক্তিযুদ্ধ চলল ন'মাস ধরে
বাঙালিরা চায় বাংলাদেশের জয়।
শূন্য হয়েছে কত জননীর কোল
ইজ্জত গেছে কত শত রমণীর
পুড়িয়ে মেরেছে জ্বালিয়েছে ঘরবাড়ি
সংগ্রামীদের সতত উচ্চশির।
দেশবাসী ছিল শেখ মুজিবের পাশে
প্রতিবেশী দেশ ভারত বাড়ায় হাত
থমকে দাঁড়ায় পাকিস্তানের সেনা
ভয় পেয়ে তারা হটে যায় পশ্চাৎ।
রক্ত ঝরার পরিশেষে অবসান
নয় মাস পর জয় এল অবশেষে
সবুজের বুকে উদয় নতুন রবি
বিজয়কেতন উড়ল স্বাধীন দেশে।
@জয়শ্রী কর