বইমেলা
জয়শ্রী কর
কবি পাঠক সাহিত্যিকের মিলনোৎসব বইমেলা,
বইয়ের টানে হাজির হবেই পিছিয়ে নেই গ্রাম জেলা।
এখন সবার বন্দিজীবন মনবিহঙ্গ উড়তে চায়
উপলক্ষ্য একটা তো চাই অস্থিরতায় দিন কাটায়
শীতের বেলা মিঠে রোদে বইমেলা দেয় হাতছানি
নিষেধাজ্ঞা জারি এবার রুখে দিতে প্রাণহানি।
করোনা যে দিচ্ছে ধমক নতশিরে সব বাবু
ওমিক্রনের ভয়ে মানুষ আতঙ্কে আজ বেশ কাবু।
© জয়শ্রী কর