জয়শ্রী কর
বিষণ্ণ শিউলি
পাপড়ি মেলে টগর হাসে
ভোমরা শোনায় গান
বুলবুলিরা তালে তালে
তুলছে মধুর তান।
হাসনুহানা বলে, টগর
আমি যে তোর সই
আমার পানে তাকাস নে তুই
পাশেই বসে রই।
চারিদিকে ঝলমলে রোদ
আয়রে খুকু আয়
বাসায় একা ঘুঘুর ছানা
মায়ের প্রতীক্ষায়।
ফুলে ফুলে প্রজাপতি
মধুর পরিচয়
পাশে শিউলি জীর্ণ দেহ
তাকিয়ে শুধু রয়।
শুভ্র শোভন টগর বেলি
বড়ই আন্তরিক
কদিন পরে পড়বে ঝরে
এটাই স্বাভাবিক।
বসন্তিকার শেষ প্রহরে
মন করে আনচান
সাঁঝের বেলা প্রদীপ হাতে
জুড়াই ব্যাকুল প্রাণ।