বীরাঙ্গনা মাতঙ্গিনী
গান্ধিবুড়ি মাতঙ্গিনী
তুমি বীরাঙ্গনা
মেদিনীপুরে জন্মভিটে
যেন হিরের কণা।
সবার আগে ঝান্ডা হাতে
মনে সাহস নিয়ে
শির উঁচিয়ে এগিয়ে গেছো
আদৌ না ভয় পেয়ে।
হাসিমুখে বুলেট বুকে
সব যাতনা ভুলে
দু'হাত দিয়ে আঁকড়ে ধরে
ঝান্ডা রাখলে তুলে।
কীর্তি তোমার অমর রবে
সবার চিত্তমাঝে
প্রণাম তোমায় মাতঙ্গিনী
মুক্তিঘন্টা বাজে।
@ জয়শ্রী কর