* বিপন্ন আমাজন
জয়শ্রী কর
আমাজনে গেলে শুনি কতনা অজানা ধ্বনি
পাখিদের কলতান,
শিস দিয়ে ডেকে ওঠে হরিণেরা বনে ছোটে
ভরে যায় মন প্রাণ।
প্রাকৃতিক পরিবেশে ছানাদের ভালোবেসে
নিরাপদে করে বাস,
খাবারের খোঁজে যায় সারাদিন ঘুরে খায়
ফলমূল পাতা ঘাস।
ভেসে আসে কোলাহল নদী জল কলকল
সবুজ গহীন বন,
নদী-নালা ভরপুর বয়ে গেছে বহুদূর
আমাজন আমাজন।
বাঘ থাকে ঝোপে ঘাসে যেই দেখে ছুটে আসে
হরিণের দৌড় দেয়,
কারেও দেয় না ধরা ছোটে খুব জোরে ওরা
দূরে গিয়ে দম নেয়।
কাছিম বালির চরে একমনে খেলা করে
ডিম পেড়ে ভাসে জলে,
ভালুক গুহায় গিয়ে ছানাদের কোলে নিয়ে
নিজ ঢঙে কথা বলে।
হাতি-দল একসাথে হেঁটে চলে দিনে রাতে
গেলে ঠিক দেখা মেলে,
শিশুরা ভাবায় মাকে শুঁড় তুলে জোরে ডাকে
ধীরে ধীরে পা-টি ফেলে।
পথ কোথা,তবু টান রাখি সদা খাড়া কান
চারিদিকে ঘন বন,
ঝাঁকে ঝাঁকে ওড়ে টিয়া পাপিয়ার পিয়া পিয়া
বায়ু বয় শনশন।
আমাজনে পড়ে চোখ দেখে পাই বড় শোক
বনে জ্বলে দাবানল,
লেলিহান শিখা ওঠে পশুপাখি ভয়ে ছোটে
বাঁচাবে কে, কোথা জল।
ছানাদের হাহাকার আজ এ কী অনাচার
মাতা মরে মাথা কুটে,
ঝলসানো দেহ দেখে চুমা খায় কোলে রেখে
পালাবে না আজ ছুটে।