বিলম্বিত লয়
জয়শ্রী কর
খুব সকালে ঘুম ভাঙে না দেরি করেই উঠি
পড়ার পরে অন্য কাজে আমার হুটোপুটি।
স্নানের ঘরে কাপড় জামা পেরেক সব ঝোলে
তবু আমি পাইনে সময় কীভাবে যায় চলে।
কাছে এসে লাগায় তাড়া চুপটি করে থাকি
স্কুলের সময় হয়ে এলো, বই গোছানো বাকি!
ভাতের থালা বাড়িয়ে দিয়ে ডাকে আসন পেতে
স্কুলের পোশাক পরেই বসি সময় লাগে খেতে।
প্রার্থনা শেষ হলেই দেখি পৌঁছি আমি স্কুলে
স্কুলের লোগো পরিচিতি ঝোলাতে যাই ভুলে।
দিদিমণি বলেন দেখে আই কার্ড কোথা রুমি
আসছ রোজই দেরি করে, নিয়ম ভাঙছো তুমি।