বিধির বিধান
জয়শ্রী কর

বিধির বিধান বদলে দিতে
মানুষ কি আর পারে?
নিজের বিপদ নিজেই ডাকে
দোষ দেবে আর কারে?

আমরা গড়ি আমরা ভাঙি
হতাশা-শ্বাস ছেড়ে
দুর্বলতার সুযোগ পেলেই
শত্রু আসে তেড়ে।

নিরাকার না সাকার সাকি
থাকে কি মুখ ঢেকে
পাঁকে পড়লে তখন খুঁজি
স্বস্তি মেলে ডেকে।

আত্মবিশ্বাস মনে শুধু
সাহসই জোগাবে
নিয়মমাফিক কর্ম করলে
ঠিক সাফল্য পাবে ।

জন্মমৃত্যু বিধির বিধান
যা হবার তাই হবে
ভালোমন্দে সুখে দুঃখে
রইতে হবে ভবে।

© জয়শ্রী কর