বিবর্তন
জয়শ্রী কর

বিবর্তন তো ঘটেই চলছে বিশ্ব চরাচরে
জ্ঞানেরচর্চা মনের বিকাশ অনলাইনে ঘরে।
বন্দিদশায় শিশু কিশোর কখন যাবে স্কুলে
কেমন করে বলবে ওরা মনের কথা খুলে।

মনন ও চিন্তনের বিকাশ হারাচ্ছে তার গতি
কেমন করে হবে তবে সমাজের উন্নতি?
মানুষ হলো সামাজিক জীব নিয়ম মেনে চলে
লক্ষ্যপূরণ করতে হবে শ্রম ও আত্মবলে।

বিদ্যালয়ের মাধ্যমে পায় ছাত্র সঠিক শিক্ষা
বৃহত্তর কর্মজীবন সুকঠিন পরীক্ষা।
বিবর্তনের ফলে আমরা পড়ছি কেউ বিপাকে
মনের কোমল চিন্তাগুলো ধ্বংস হতে থাকে।